1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন

রাজশাহীতে ট্রলিতে ট্রেনের ধাক্কা, নিহত ২

  • আপডেট সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২১ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীতে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন একটি ট্রলিতে ধাক্কা দিয়েছে। এতে ট্রলির চালক ও তার সহযোগী ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর কাটাখালী থানার আকবরের ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহত দুই জন হলেন, ট্রলির চালক মোফাজ্জাল হোসেন (৩৫) ও তার সহযোগী হাবিবুর রহমান হাবিব (২৩)। তাদের বাড়ি পুঠিয়া উপজেলার ধাদাস গ্রামে। তারা ট্রলিতে খড়ি বোঝাই করে রেললাইন পার হচ্ছিলেন। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার এ সব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি গোপাল কর্মকার জানান, এই রেলক্রসিংটির অনুমোদন নেই। রাস্তা আছে, তাই মানুষ ও যানবাহন চলাচল করে। রেলওয়ের পক্ষ থেকে গেটম্যান থাকে না। রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেন আসলেও রেললাইন পার হওয়া ট্রলি চালক কিছু বুঝতে পারেনি। ট্রেন ট্রলিকে ধাক্কা দিয়ে ছিটকে দূরে ফেলে দেয়। এতে ঘটনাস্থলে ট্রলির চালক ও তার সহযোগী নিহত হয়।

ওসি আরও জানান, এ দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরের হরিয়ান স্টেশনে ট্রেনটি থামে এবং ইঞ্জিন পরিবর্তন করে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। থানায় অপমৃত্যুর মামলা করে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ