1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

আবারও একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

  • আপডেট সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৭ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে সমুদ্রে আবারও একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। স্থানীয় সময় বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। খবর রয়টার্সের।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, চলতি বছরে এ নিয়ে পঞ্চম দফায় এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) বিবৃতিতে বলেছেন, ‘আমাদের সেনারা আজ সকাল ৯টার দিকে পূর্বাঞ্চলের উপকূলীয় ওনসান শহর থেকে ছোড়া বেশ কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। আমাদের সামরিক বাহিনী ও মার্কিন গোয়েন্দা সংস্থা এসবের বিস্তরিত জানার চেষ্টা করছে।’

বিবৃতিতে তিনি আরও বলেছেন, ‘আমাদের সামরিক বাহিনী নজরদারি ও সতর্কতা বাড়িয়েছে ও আমাদের মার্কিন অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। উত্তর কোরিয়ার কার্যকলাপ নিবিড়ভাবে পর্যক্ষেণ করা হচ্ছে।’

এ সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়া জানিয়েছিল, তারা মাল্টিপল রকেট লঞ্চারের জন্য একটি নতুন কন্ট্রোল সিস্টেম পরীক্ষা করে দেখছেন, যা যুদ্ধক্ষেত্রে তাদের শক্তি আরও বৃদ্ধি করবে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বিশেষজ্ঞরা সন্দেহ করছেন, ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে সরবরাহ করার আগে অস্ত্রগুলো পরীক্ষা করছে পিয়ংইয়ং।

পিয়ংইয়ং এবং মস্কো সাম্প্রতিক মাসগুলোতে সম্পর্ক জোরদার করেছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করার জন্য মস্কো সফর করেছিলেন।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার অভিযোগ, ‍উত্তর কোরিয়া তাদের গোয়েন্দা স্যাটেলাইট কর্মসূচিতে প্রযুক্তিগত সহায়তার বিনিময়ে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে। পিয়ংইয়ং ও মস্কো উভয়ই এ অভিযোগ অস্বীকার করেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ