জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের একটি বিয়ে বাড়িতে পানি দিতে দেরি হওয়ায় বর পক্ষের সঙ্গে কনে পক্ষের লোকজনের হাতাহাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।
এদের মধ্যে ৩ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের কাঞ্চনিবাজার এলাকার মাঝি বাড়িতে ঘটনাটি ঘটে।
জানা গেছে, চর রুহিতা ইউনিয়নের কাঞ্চনিবাজার এলাকার মাঝি বাড়ির হুমায়ুন কবিরের মেয়ে রুমা আক্তার এবং একই ইউনিয়নের চর রুহিতা গ্রামের হাওলাদার বাড়ির দিন মোহাম্মদের ছেলে কামাল হোসেন দুই বছর আগে প্রেম করে বিয়ে করেন। দুই পরিবারের সম্মতিতে আজ শুক্রবার তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হয়। এ উপলক্ষে মেয়ের বাড়িতে আসে ছেলে পক্ষ। ১৩০ জন বরযাত্রীর আসার কথা থাকলেও বেশি লোক নিয়ে ছেলে পক্ষ মেয়ের বাড়িতে আসে বলে অভিযোগ করেন কনে পক্ষের লোকরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়।
একপর্যায়ে বরের দুলাভাই নাসির পানি পান করতে চান। কিন্তু পানি দিতে দেরি করে কনে পক্ষের লোকরা। এসময় কথা কাটাকারির জেরে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এতে বর কামাল হোসেন, কনে রুমা আক্তার, বরের ভগ্নিপতি জহির হোসেন, কনের নানা আনায়ারুল্লাহ, মামা খোরশেদ, মামা স্বপন, প্রতিবেশী রাসেল, ইমন, বরের আত্মীয় রাসেল ও পারভীনসহ দুই পক্ষের ১০ জন আহত হন। এদের মধ্যে রাসেল, জহির ও পারভীনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক আবদুল হান্নান। তিনি বলেন, আমরা বিয়ে বাড়িতে গিয়েছি। বর ও কনের বাবাসহ উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। দুই পক্ষই স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসা করবেন বলে জানিয়েছেন।