জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ : মাদক তল্লাশির নামে এক গৃহবধূর (৩২) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তাড়াশ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সন্তোষ কুমারের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নে ঘটনাটি ঘটে বলে অভিযোগ করেছেন ওই গৃহবধূ। তার এই অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে গৃহবধূকে বলতে শোনা যায়, ‘সন্তোষ দারোগাকে আমি চিনি না। তিনি তাড়াশ থানার দারোগা বলে ঘরে ঢুকে আমার পুরো শরীর চেক করেন। আমি নাকি মদ বিক্রি করি। আমি এগুলা করি না বললেও শরীরে হাত দিয়ে চেক করেন। পরে আমার ঘরে থাকা যুবতী মেয়ে লজ্জায় দৌঁড়ে গিয়ে আমার মাকে ডেকে আনে। এরপর আমার মা দৌঁড়ে এসে এমন অবস্থা দেখার পর সন্তোষ দারোগার পায়ে ধরে। তারপরও তিনি আমাকে থানায় নেওয়ার হুমকি দেন। অথচ আমার শরীর চেক করে তিনি কিছুই পাননি। আমি এর সঠিক বিচার চাই।’
গৃহবধূর স্বামী বলেন, ঘটনার দিন আমি কৃষিকাজে নাটোরের সিংড়ায় ছিলাম। পরের দিন বাড়িতে এসে আমার স্ত্রী ও মেয়ের কাছে শুনে বিস্মিত হয়েছি। ওই পুলিশ আমার স্ত্রীর বিরুদ্ধে মদ বিক্রির মিথ্যা অভিযোগ এনে শরীরে হাত দিয়েছেন। আমি এই পুলিশের বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত তাড়াশ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সন্তোষ কুমার বলেন, ঘটনাটি মিথ্যা। ওই নারী মাদক ব্যবসায়ী। তাকে আটক করতে অভিযান চালানো হয়েছিল। অভিযানে মাদক পাওয়া যায়নি। এজন্য তাকে আটক করা হয়নি। আমাকে ফাঁসানোর জন্য এমন ষড়যন্ত্র করছে বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ওই গৃহবধূ মাদক বিক্রি করছেন এমন তথ্যের ভিত্তিতে এএসআই সন্তোষ কুমার ওই বাড়িতে গিয়েছিল। এ নিয়ে ওই নারীর অভিযোগ তোলায় বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডল বলেন, ঘটনাটি অবগত হয়েছি। বিষয়টি তাড়াশ থানার সার্কেল এসপিকে তদন্ত করতে বলা হয়েছে। ঘটনার সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।