1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
হেডলাইন :
চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা

২০ কোটি টাকা নিয়ে লাপাত্তা ডলফিন, আটক ৬

  • আপডেট সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৮ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, নওগাঁ : ২০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়া নওগাঁর ডলফিন এনজিও’র মালিক আব্দুর রাজ্জাকসহ ছয়জনকে আটক করেছে র‍্যাব-৫।

রোববার (১৮ ফেব্রুয়ারি) নওগাঁ সার্কিট হাউসের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য সাংবাদিকদের জানানো হয়।

র‍্যাব-৫ এবং র‍্যাব-১১’র চৌকস আভিযানিক দল নওগাঁয় গ্রাহকের সঞ্চিত প্রায় ২০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়া এনজিও ডলফিন’র মালিক মো. আব্দুর রাজ্জাক ও তার সহযোগী মো. রিপন, পিয়ার আলী, আতোয়ার রহমান আতা, মোছা. শিল্পি বেগম এবং মোছা. সুমি বেগমকে গ্রেপ্তার করেছে।

ঘটনার বিবরণ থেকে জানা গেছে, নওগাঁ জেলার সদর থানাধীন ফতেহপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুর রাজ্জাক ২০১৩ সালে ডলফিন সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (রেজি. নং- ১২৪৩) নামে একটি সংস্থা গড়ে তোলেন।

গ্রামের সহজ সরল মানুষকে প্রতিমাসে তার এনজিও’তে ২,০০০-২,৫০০ টাকা মুনাফা দেওয়ার আশ্বাস দিয়ে প্রায় ২০ কোটি টাকা আমানত সংগ্রহ করেন। ডলফিন এনজিও-তে এলাকার অনেকেই সঞ্চয়পত্র খোলার নামে অল্প অল্প করে বড় অংকের টাকা আমানত হিসেবে জমা করে। ডলফিন এনজিও’র অফিসে গ্রাহকগণ জমানো টাকার মুনাফা প্রথম তিন মাস পেলেও পরবর্তীতে মুনাফা বন্ধ করে লাপাত্তা হয়ে যায় এনজিও ডলফিন।

লাপাত্তা হওয়ার পর থেকেই র‍্যাব-৫ এবং র‍্যাব-১১’র গোয়েন্দা দল তাদেরকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। অতঃপর গোপন সংবাদের ভিত্তিতে আব্দুর রাজ্জাক, রিপন, পিয়ার আলী, আতোয়ার, শিল্পি বেগম এবং সুমি আক্তারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ