1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন

আফগানিস্তানে ভূমিধসে নিহত ২৫

  • আপডেট সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৬ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের নোরগারাম জেলার একটি গ্রামে ভূমিধসে অন্তত ২৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) নোরগারাম জেলার গভর্নর কারি হাবিবুল্লাহ সাবির এ তথ্য জানিয়েছেন।

সিনহুয়া নিউজের খবরে বলা হয়েছে, হাবিবুল্লাহ সাবির জানিয়েছেন, রোববার গভীর রাতে নোরগারাম জেলার তাতিন দারা এলাকায় ভারী বৃষ্টি ও তুষারপাতের প্রেক্ষিতে এই বিপর্যয় ঘটে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ভূমিধসের কারণে অন্তত ২০টি বাড়ি ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষের মুখপাত্র মোল্লা জনান সায়েক বলেছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বেশ কিছু অঞ্চলে রোববার বিকেল থেকে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ