জেলা প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরে বিভিন্ন সময়ে জব্দকৃত সাড়ে ৭ কোটি টাকার মাদক ধ্বংসে করেছে বিজিবি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ফুলবাড়ী ২৯ বিজিবি (ব্যাটালিয়ন) সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন- দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর, দিনাজপুর ৪২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল-ইসলাম, ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এবিএম জাহিদুল করিম, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রমুখ।
ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এবিএম জাহিদুল করিম বলেন, ফুলবাড়ী, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্ত এলাকায় ২৯ ও ৪২ বিজিবি’র সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭ কোটি ৫৯ লাখ ৩৬ হাজার ৪৪৬ টাকা। আমাদের মাদক বিরোধী অভিযান ব্যাহত রয়েছে।