1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

  • আপডেট সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের কাফার সৌসা জেলায় একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (২১ ফেব্রুয়ারি) একাধিক ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আবাসিক ভবনটিতে আঘাত হানে। এই হামলায় অন্তত দুই জন নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে রয়টার্স এ খবর জানিয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হামলার শিকার ভবনটির পাশে ইরানের একটি স্কুল রয়েছে। বহুতল ভবনটির ছবি প্রকাশ করেছে তারা।

হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

কাফার সৌসা জেলায় বেশ কয়েকজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার আবাস, নিরাপত্তা বাহিনীর শাখা, গোয়েন্দা বাহিনীর সদর দপ্তর ও ইরানী সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে। গত মাসে এ জেলার একটি ভবনে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন ইরানি কর্মকর্তা নিহত হয়েছিলেন।

সিরিয়ার ১২ বছরের গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দিয়ে আসছে ইরান। দামেস্কের প্রতি ইরান ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সমর্থনের কারণে সিরিয়ায় নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সিরিয়ায় ইরানি সামরিক শক্তি খর্ব করতে এসব হামলা চালাচ্ছে তেল আবিব।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ