আন্তর্জাতিক ডেস্ক : ক্ষুধার্ত দুই ফিলিস্তিনি বোন খাদ্য খুঁজতে গিয়েছিল উত্তর গাজা উপত্যকার বেইত লাহিয়ার একটি কৃষি জমিতে। খাদ্যের পরিবর্তে দুই শিশুর মিলেছে ইসরায়েলি সেনাদের গুলি। এ ঘটনায় নিহত হয়েছে এক শিশু।
প্রাপ্ত ছবি ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, বেইত লাহিয়ায় কৃষি জমির ভিতরে খাদ্য অনুসন্ধান করছিল হাদিল আঘলাইস ও ইমান আঘলাইস। ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। হাদিলকে দুবার গুলি করা হয়েছিল। একটি গুলি তার হৃৎপিণ্ডে এবং দ্বিতীয় গুলি তার চোয়ালে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে হাদিলের বোন ইমান আঘলাইস বেঁচে গেছে।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, ক্ষুধা বোনদের খাবারের জন্য একটি বিপজ্জনক এলাকায় যেতে বাধ্য করেছিল।
প্রত্যক্ষদর্শী এক শিশু বলেছে, ‘এমনকি গাধাটিও আহত হয়েছিল, আমরা এই সবের জন্য দোষী নই, আমরা একটি সমাধান চাই।’