1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
হেডলাইন :
চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা

দেশব্যাপী যথাযথ মর্যাদায় শবে বরাত পালিত

  • আপডেট সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত ও জিকিরের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় সারা দেশে পবিত্র শবে বরাত পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত থেকে ফজর পর্যন্ত মুসল্লিরা মসজিদে, বাসায় ইবাদত-বন্দেগিতে মশগুল ছিলেন। পবিত্র শবে বরাতে হালুয়া-রুটি বিতরণ, দান-সাদকাহ এবং পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের কবর জিয়ারত করা হয়। দেশ, জাতি ও মুসলিম বিশ্বের জন‌্য সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মুসল্লিরা।

শবে বরাত উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের অধিকাংশ মসজিদে সন্ধ‌্যার পর থেকে মুসল্লির ঢল নামে। ভোররাতে তাহাজ্জুদের নামাজ ও ফজরের নামাজ শেষে আখেরি মোনাজাতে শামিল হন মুসল্লিগণ। দোয়া-মোনাজাত করে তারা বাসায় ফিরেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজন করা হয় কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও ওয়াজ মাহফিলের। মাগরিবের নামাজ শেষে শবে বরাতের অনুষ্ঠানমালা শুরু হয় বায়তুল মোকাররমে।

শবে বরাতের ফজিলত ও তাৎপর্য নিয়ে বয়ান করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমীন।

রাত ৮টা ৫০ মিনিটে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় নিয়ে আলোচনা করেন মাদারীপুরের জামেআতুছ সুন্নাহ শিবচরের মুহতামিম মাওলানা নেয়ামত উল্লাহ ফরিদী।

রাত সাড়ে ১২টায় আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনে করণীয় নিয়ে ওয়াজ করেন ঢাকার বাদামতলীর শাহাজাদ লেন জামে মসজিদের খতিব শায়খুল হাদিস মুফতি নজরুল ইসলাম কাসেমী।

রাত ৩টা ১৫ মিনিটে নফল নামাজের গুরুত্ব ও ফজিলত নিয়ে ওয়াজ করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমান।

ভোর সাড়ে ৫টায় দোয়া-মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় শবে বরাতের আয়োজন। ফজরের নামাজের পর আখেরি মোনাজাত করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমান।

শবে বরাত উপলক্ষে সোমবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাহী আদেশে সরকারি ছুটি রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ