1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ০৫ মার্চ ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন

বইমেলার সময় আরও দু’দিন বেড়েছে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর ‘বিশেষ অনুমোদনের’ পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলার সময় দু’দিন বাড়ানো হয়েছে। ফলে আগামী বৃহস্পতিবারের (২৯ ফেব্রুয়ারি) বদলে এখন মেলা শেষ হবে শনিবার (২ মার্চ)।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা তথ্যকেন্দ্র থেকে বইমেলা ২ দিন বাড়ানোর ঘোষণা দেন।

বাংলা একাডেমির পক্ষ থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, প্রধানমন্ত্রীর বিশেষ অনুমোদনে বইমেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে।

এর আগে, দুদিন সময় বাড়ানোর জন্য অনুরোধ জানিয়ে গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি থেকে মেলা কমিটিকে চিঠি দেওয়া হয়।

পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছেও মেলা বাড়ানোর আবেদন জানানো হয়। এরপর মেলার সময় বাড়ানোর অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ