1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

নবীগঞ্জে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত

  • আপডেট সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১১৮ বার দেখা হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (৩ মার্চ) দুপুরে উপজেলার আউশকান্দি এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়ারা হলেন- কিশোরগঞ্জ জেলার মিটামইন উপজেলার বাসিন্দা আব্দুল হাকিম (৩৮) ও মুলচান বিবি (৫০)। তারা মৌলভীবাজারে শ্রমিকের কাজ করতেন। আহতদের নাম জানা যায়নি।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, নবীগঞ্জের আউশকান্দি থেকে শায়েস্তাঞ্জমুখী অটোরিকশাটিকে সিলেটগামী একটি ট্রাক চাপা দেয়। এতে আব্দুল হাকিম ও মুলচান বিবি ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুইজন। মারা যাওয়াদের লাশ হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ