দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী-নবাবগঞ্জ সড়কে পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাড়ে পড়ে গেছে। এতে বাসটিতে থাকা শিশুসহ অন্তত ৫৫ জন আহত হয়েছেন। সোমবার (৪ মার্চ) দুপুরে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি পয়সাখোলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী লায়লা বেগম (৩৫), মতিয়ার রহমান (৩৮), মৌসুমি পারভিন (১২) ও মোজ্জামেল হকের মেয়ে মোস্তাফিমাকে (৭) ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাঁকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঠাকুরগাঁও জেলার সদর ভুল্লি পয়সাখোলা গ্রামের বাসিন্দারা বার্ষিক পিকনিকের জন্য নবাবগঞ্জের স্বপ্নপুরী বিনোদন কেন্দ্রে আসছিলেন। তাদের বহনকারী বাসটি নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারের কাছে আসলে ডান দিকের চাকা ফেটে যায়। এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ অন্তত ৫৫ জন আহত হন। আহত যাত্রীদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন।
আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিরাজুল হক বলেন, খবর পেয়ে বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়েছে। বাসটিতে শিশুসহ ৫৫ জন যাত্রী ছিলেন। আহত সবাইকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।