আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা মঙ্গলবার তাদের অ্যাকাউন্ট থেকে হঠাৎ লগ আউট হওয়ার কথা জানিয়েছেন। বাংলাদেশ সময় রাত ৯টা ২১ মিনিট থেকে এ সমস্যা দেখা দিয়েছে।
ডাউনডিটেক্টর জানিয়েছে, সমস্যাটি বিশ্বব্যাপী। অ্যাপ এবং ওয়েবসাইট-দুটোইতে এ সমস্যা দেখা দিয়েছে।
এ বিভ্রাটের কারণ এখনও জানা যায়নি। ব্যবহারকারীরা তাদের পাসওয়ার্ড রিসেট করা এবং লগইন করার সমস্যার কথা জানিয়েছেন।
এ ঘটনায় বিপণনের জন্য ফেসবুকের উপর নির্ভরশীল ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ব্যবহারকারীরা অন্যান্য সামাজিক নেটওয়ার্কগুলোতে গিয়ে হতাশা প্রকাশ করছেন এবং #FacebookDown ট্রেন্ড চালু করেছেন।
ইনস্টাগ্রাম এবং ম্যাসেঞ্জারেও একই সমস্যা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কখন ফেসবুকে পুনরায় লগইন করা যাবে কিংবা সমস্যার সমাধান কখন হবে তা নিশ্চিত করতে পারেনি মেটা।