1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:০১ অপরাহ্ন

ঝিনাইদহে নসিমনে ট্রেনের ধাক্কা, নিহত ১

  • আপডেট সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৩০ বার দেখা হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনকে ধাক্কা দিয়েছে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন। এতে মেহেদী হাসান (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার বাবরা রেলগেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মেহেদী হাসান উপজেলার নরেন্দ্রপুর এলাকার মাহাবুব হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বুধবার সকাল ১১টার দিকে গেটম্যানের নিষেধ অমান্য করে দ্রুতগতিতে নসিমন চালিয়ে বাবরা রেলগেট পার হচ্ছিলেন মেহেদী। এসময় ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মেহেদী মারা যান।

মোবারকগঞ্জ রেল স্টেশনের সহকারী মাস্টার তৌহিদুর রহমান বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস টেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। ই-৩৬ নম্বর ইঞ্জিনিয়ারিং গেটে একটি শ্যালো ইঞ্জিন চালিত গাড়ি আটকা পড়ে যায়। গেটম্যান অনেক চেষ্টা করেও তাকে থামাতে পারেননি। পরে গাড়ি বাঁচাতে গিয়ে ওই যুবক ট্রেনে কাঁটা পড়েন। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ