1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
হেডলাইন :
চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা

ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় ৩ যুবক নিহত

  • আপডেট সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১২৫ বার দেখা হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জে গত ৪৮ ঘন্টায় রেল ও সড়ক দুর্ঘটনায় ৩ যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শহরে শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বুধবার (৬ মার্চ) সকাল ৯টার দিকে কালীগঞ্জ শহরের বিহারী মোড় নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শাহেদ আলী (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহেদ আলী শহরের আড়পাড়া এলাকার রমজান আলীর ছেলে। সে কাজ শেষ করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বিহারী মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শাহেদ আলীর মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।

একই দিন দুই ঘন্টার ব্যবধানে সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলার বাবরা এলাকায় খোলা রেল ক্রসিং পারাপারের সময় চলন্ত ট্রেনের ধাক্কায় শ্যালো ইঞ্জিন চালিত নসিমন উল্টে চালক মেহেদী হাসান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মেহেদী হাসান শহরতলী নরেন্দ্রপুর এলাকার মাহাবুব হোসেনের ছেলে। সে একটি পরিবেশক সমিতির মালামাল নসিমনে ভরে বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়ার কাজ করতো।

এদিকে গত সোমবার রাতে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী নামক স্থানে ট্রাকের সঙ্গে ধাক্কায় রাসেল চৌধুরী নামে এক যুবক গুরুতর আহত হয়। তাকে নিয়ে প্রথমে যশোর সদর ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। রাসেল চৌধুরী শহরের বলিদাপাড়া এলাকার আরিফ বিশ্বাসের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় ৩টি তরতাজা যুবকের মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর ফলে সম্প্রতি সময়ে এমন দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ