1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
হেডলাইন :
চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা

স্পন্সর ছাড়াই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

  • আপডেট সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৫৮ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : কোনো স্পন্সর প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা ছাড়া শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিডিসিএল)। এর আগে এক যুগ ধরে এই লিগে পৃষ্ঠপোষকতা করে ওয়ালটন গ্রুপ। ১১ মার্চ থেকে মাঠে গড়াবে দেশের ক্রিকেটের ঐতিহ্যবাহী এই লিগটি।

শনিবার (৯ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের আসরের ট্রফি উন্মোচন করেন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়করা।

পৃষ্ঠপোষক না পাওয়া নিয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যানের সালাহউদ্দিন চৌধুরী বল ঠেলে দেন বিসিবির মার্কেটিং বিভাগের কোর্টে, ‘আমরা তো চাই হোক (পৃষ্ঠপোষক)। আমরা একটু বেশি বেনিফিট দিতে পারি। এটার দায়িত্ব মার্কেটিং বিভাগের। সিসিডিএমের বাজেট থেকে চলবে টুর্নামেন্ট।’

বরাবরের মতো ডিপিএলের কোনো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে না কোনো স্যাটেলাইট টেলিভিশন। সে কারণে বিসিবির নিজস্ব ইউটিউব চ্যানেলে খেলাগুলো সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, করোনা পরবর্তী এক মৌসুমের সুপার লিগের ম্যাচগুলো টেলিভিশনে সম্প্রচার হলেও এরপর আর এ নিয়ে আগ্রহ দেখায়নি কেউ।

মূলত আন্তর্জাতিক ক্রিকেটের জন্য জাতীয় দলের খেলোয়াড়রা না থাকাতেই পৃষ্ঠপোষক কিংবা সম্প্রচার দুদিকেই পিছিয়ে ডিপিএল। এবার জাতীয় দলের ব্যস্তায় তারকা ক্রিকেটারদের পাবে না ডিপিএল, এ ছাড়া থাকছে না কোনো বিদেশি ক্রিকেটারও।

ঢাকা লিগের প্রথম দিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনীর প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাব। বিকেএসপির-৩ নম্বর মাঠে খেলবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব লড়বে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ