1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:০০ অপরাহ্ন
হেডলাইন :
চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা

রমজানের প্রথম দিনে পুঁজিবাজারে পতন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৮৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজোনের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতন ঘটেছে। সপ্তাহের এই দ্বিতীয় কার্যদিবস সোমবার (১১ মার্চ) ডিএসই ও সিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে। পাশাপাশি উভয় পুঁজিবাজারে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫১.৫১ পয়েন্ট কমে ৬ হাজার ৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ১২.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩০৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১২.০৪ পয়েন্ট কমে ২ হাজার ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৪৫টি কোম্পানির, কমেছে ৩০৮টির এবং অপরিবর্তিত আছে ৪৫টির।

ডিএসইতে এদিন মোট ৫৬৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৫০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭৫.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৩৬৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১২৪.১৩ পয়েন্ট কমে ১৭ হাজার ২৬৩ পয়েন্টে, শরিয়া সূচক ৬.১৯ পয়েন্ট কমে ১ হাজার ১১১৬ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ২৩.৮৭ পয়েন্ট কমে ১২ হাজার ৯৭২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে ২৩৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬০টি কোম্পানির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত আছে ২৮টির।

সিএসইতে দিন শেষে সিএসইতে ১৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ