1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যান-ব্যক্তিগত গাড়ির ত্রিমুখী সংঘর্ষ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৭৭ বার দেখা হয়েছে

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস উড়ালসড়কের দক্ষিণ পাশে ট্রাক-কাভার্ডভ্যান-ব্যক্তিগত গাড়ির ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ি পাশের মার্কেটে ঢুকে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতাবস্থায় কাভার্ভ্যানের চালককে উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে গুরুতর আহত ওই চালককে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক তার নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোগরা বাইপাস উড়ালসড়ক থেকে একটি কাভার্ডভ্যান নিচে নামার সময় উল্টোপথে আসা একটি ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। সেসময় একটি ব্যক্তিগত গাড়ির সঙ্গেও ধাক্কা লাগে। এতে কাভার্ডভ্যানের চালক আহত হন।

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ বলেন, ত্রিমুখী সংঘর্ষে একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ