বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার চন্ডিহারা অমরাপুরি এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের আবুল কাশেম (৬৫) ও জাহিদুল ইসলাম (৫৬)।
স্থানীয় সুত্রে জানা যায়, শ্যালো মেশিনচালিত ভ্যানে (ভটভটি) করে বগুড়ার গরুর হাটে যাচ্ছিলেন আবুল কাশেম ও জাহিদুল ইসলাম। পথিমধ্যে চন্ডিহারার অমরাপুরি পৌঁছালে রংপুর দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাস ভটভটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় আবুল কাশেম ও জাহিদুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি আব্বাস আলী জানান, ভটভটিকে কোন গাড়ি ধাক্কা দিয়েছে তা জানা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাস সনাক্তের চেষ্টা করা হচ্ছে।