1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন
হেডলাইন :
সাউথইস্ট ব্যাংক ও বেঙ্গল গ্লাস ওয়ার্কসের মধ্যে সমঝোতা স্মারক  শিক্ষার্থীদের আন্দোলন দমনে কঠোর হতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা ওয়ালটন ডেস্কটপে বিশাল মূল্যহ্রাস, অনলাইন অর্ডারে আরো ১০% ছাড় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন ওয়ালটনের সঙ্গে সিটি ব্যাংকের এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি  নারায়ণগঞ্জে সোনালী ব্যাংকের মিট দ্য বরোয়ার ও গ্রাহক সমাবেশ ভোজ্যতেল আমদানিতে ভ্যাট কমল আরও ৫ শতাংশ শিক্ষায় কমপক্ষে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেয়া হবে: তারেক রহমান এবার ভরিতে ২৯৩৯ টাকা বাড়ল সোনার দাম ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

আরসা’র শীর্ষ ৪ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৫৯ বার দেখা হয়েছে

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সন্ত্রাসী গোষ্ঠী ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা)’ শীর্ষ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে উখিয়া উপজেলার ঘোনারপাড়া ২০ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের এ-৫ ব্লকে এ অভিযান চালানো হয়।

এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশিয় বন্দুক, ৭টি ককটেল, ৫ রাউন্ড অ্যামুনিশন এবং ১২ বোর ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এদিন দুপুরে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- উখিয়া উপজেলার ঘোনারপাড়া ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩৩ ব্লকের আহাম্মেদ হোসেন ওরফে হোসেন আহম্মেদের ছেলে মো. করিম উল্লাহ ওরফে মাস্টার কলিম উল্লাহ (৩২), কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-১৫ ব্লকের মৃত মো. কায়সারের ছেলে মো. আকিজ (২৭), বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ ব্লকের আবুল হোসেনের ছেলে মোহাম্মদ জোবায়ের (২৯) এবং টেকনাফ উপজেলার ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৪ ব্লকের মৃত হাসমত উল্লাহ’র ছেলে সাবের হোসেন ওরফে মৌলভী সাবের (৩৫)।

তাদের মধ্যে মো. করিম উল্লাহ ওরফে মাস্টার কলিম উল্লাহ আরসা’র বাংলাদেশ প্রধান ও সংগঠনটির অর্থ শাখার প্রধান এবং মো. আকিজ আরসা’র প্রধান আতাউল্লাহ জুনুনির অন্যতম দেহরক্ষীর দায়িত্ব পালন করেছে বলে জানায় র‍্যাব।

র‍্যাব-১৫ অধিনায়ক সাজ্জাদ হোসেন বলেন, বুধবার মধ্যরাতে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা’র সন্ত্রাসীরা নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকে মিলিত হয়েছে এমন খবরে উখিয়ার ঘোনারপাড়া ২০ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের এ-৫ ব্লকে অভিযান চালায়। এতে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আরসা সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে তাদেরকে ধাওয়া করে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারদের দেওয়া তথ্য মতে তাদের গোপন আস্তানায় তল্লাশী করে দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ককটেল পাওয়া যায়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আরসার এই ৪ সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র ও আইন-শৃঙ্খলাবাহিনীকে হামলা করাসহ ৮টির অধিক মামলা রয়েছে। এ ব্যাপারে মামলা করে ৪ জনকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয় যে, এখন পর্যন্ত র‌্যাব-১৫ সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ সন্ত্রাসী ও সামরিক কমান্ডার, গান গ্রুপ কমান্ডার, অর্থ সম্পাদক, আরসা প্রধান আতাউল্লাহ’র একান্ত সহকারী ও নানা বিভাগের প্রধানসহ ১০৩ জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ১০টি বিদেশি অস্ত্র, ৫২টি দেশিয় অস্ত্র, ১৪৪ রাউন্ড গুলি/কার্তুজ, ৬৭ রাউন্ড খালি খোসা, ৫০.২১ কেজি বিস্ফোরক, ২৮টি ককটেল, ৪টি আইইডি, ১.৫ কেজি মার্কারী (পারদ) এবং ৪টি হাত বোমা উদ্ধার করা হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ