1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
হেডলাইন :
চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা

আরসা’র শীর্ষ ৪ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৬৮ বার দেখা হয়েছে

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সন্ত্রাসী গোষ্ঠী ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা)’ শীর্ষ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে উখিয়া উপজেলার ঘোনারপাড়া ২০ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের এ-৫ ব্লকে এ অভিযান চালানো হয়।

এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশিয় বন্দুক, ৭টি ককটেল, ৫ রাউন্ড অ্যামুনিশন এবং ১২ বোর ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এদিন দুপুরে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- উখিয়া উপজেলার ঘোনারপাড়া ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩৩ ব্লকের আহাম্মেদ হোসেন ওরফে হোসেন আহম্মেদের ছেলে মো. করিম উল্লাহ ওরফে মাস্টার কলিম উল্লাহ (৩২), কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-১৫ ব্লকের মৃত মো. কায়সারের ছেলে মো. আকিজ (২৭), বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ ব্লকের আবুল হোসেনের ছেলে মোহাম্মদ জোবায়ের (২৯) এবং টেকনাফ উপজেলার ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৪ ব্লকের মৃত হাসমত উল্লাহ’র ছেলে সাবের হোসেন ওরফে মৌলভী সাবের (৩৫)।

তাদের মধ্যে মো. করিম উল্লাহ ওরফে মাস্টার কলিম উল্লাহ আরসা’র বাংলাদেশ প্রধান ও সংগঠনটির অর্থ শাখার প্রধান এবং মো. আকিজ আরসা’র প্রধান আতাউল্লাহ জুনুনির অন্যতম দেহরক্ষীর দায়িত্ব পালন করেছে বলে জানায় র‍্যাব।

র‍্যাব-১৫ অধিনায়ক সাজ্জাদ হোসেন বলেন, বুধবার মধ্যরাতে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা’র সন্ত্রাসীরা নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকে মিলিত হয়েছে এমন খবরে উখিয়ার ঘোনারপাড়া ২০ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের এ-৫ ব্লকে অভিযান চালায়। এতে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আরসা সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে তাদেরকে ধাওয়া করে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারদের দেওয়া তথ্য মতে তাদের গোপন আস্তানায় তল্লাশী করে দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ককটেল পাওয়া যায়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আরসার এই ৪ সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র ও আইন-শৃঙ্খলাবাহিনীকে হামলা করাসহ ৮টির অধিক মামলা রয়েছে। এ ব্যাপারে মামলা করে ৪ জনকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয় যে, এখন পর্যন্ত র‌্যাব-১৫ সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ সন্ত্রাসী ও সামরিক কমান্ডার, গান গ্রুপ কমান্ডার, অর্থ সম্পাদক, আরসা প্রধান আতাউল্লাহ’র একান্ত সহকারী ও নানা বিভাগের প্রধানসহ ১০৩ জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ১০টি বিদেশি অস্ত্র, ৫২টি দেশিয় অস্ত্র, ১৪৪ রাউন্ড গুলি/কার্তুজ, ৬৭ রাউন্ড খালি খোসা, ৫০.২১ কেজি বিস্ফোরক, ২৮টি ককটেল, ৪টি আইইডি, ১.৫ কেজি মার্কারী (পারদ) এবং ৪টি হাত বোমা উদ্ধার করা হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ