1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
হেডলাইন :
চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা

মদ্যপ ছেলের ধাক্কায় বাবার মৃত্যু

  • আপডেট সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৬৩ বার দেখা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মদপান করে বাড়িতে ফিরে স্ত্রী-সন্তানকে মারধরের সময় ছেলের দেওয়া ধাক্কায় পড়ে গিয়ে আহত হওয়া স্বপন আলী নামের এক বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৮ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মারা যাওয়া ৪৫ বছর বয়সী স্বপন আলী উপজেলার ধাইনগর ইউনিয়নের গোসাইবাড়ি এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে।

পারিবার সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে বাড়ি থেকে বের হন স্বপন আলী। সন্ধ্যায় তিনি মদপান করে বাড়ি ফেরেন। তিনি পরিবারের লোকদের কাছে টাকা চান। টাকা দিতে রাজি না হওয়ায় আসবাবপত্র ভাঙচুর করতে শুরু করেন স্বপন আলী। এক পর্যায়ে তিনি স্ত্রী ও ছেলে ইমন আলীকে মারধর করতে থাকেন। এসময় ইমন তার বাবা স্বপন আলীকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে স্বপন আলী আহত হন।

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসক শাহরিনা ইসলাম রুকু বলেন, স্বপন আলীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী যাওয়ার আগেই তিনি হাসপাতালে মারা যান। স্বপন আলী মূলত কি-কারণে মারা গেছেন এই বিষয়টি নিশ্চিত করতে পুলিশকে ময়নাতদন্ত করতে বলা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, মদপান করে বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর আর পরিবারের সদস্যদের সঙ্গে হাতহাতি হয় স্বপন আলীর। এসময় তার ছেলে ইমন আলী বাবাকে ধাক্কা দেয়। এতে স্বপন আলী আঘাত পান। চিকিৎসাধীন অবস্থায় স্বপন আলী জেলা হাসপাতালে মারা গেছেন। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ