1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ০৩ মার্চ ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত ২

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৭০ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে পৌরসভার আমতলী মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

মারা যাওয়ারা হলেন- পঞ্চগড় জেলার নতুনবস্তি এলাকার ময়নুল হকের মেয়ে মোছা. মাহবুবা (৩৯) ও মোটরসাইকেল চালক ঠাকুরগাঁও বিসিক এলাকার আব্দুর রহমানের ছেলে মনজুর রহমান। তারা দুজনেই ঠাকুরগাঁও সুগারমিলের কর্মচারী ছিলেন।

জানা গেছে, ঠাকুরগাঁও শহরের বঙ্গবন্ধু সড়ক দিয়ে মহবুবাকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মনজুর রহমান। এসময় পেছন থেকে একটি ট্রাক এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মনজুর ও মাহবুবা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দুই জনকে উদ্ধর করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করান। বিকেলে দুই জনের মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে রাখা হয়েছে। ঘাতক ট্রাক পালিয়ে গেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ