পাবনা প্রতিনিধি : অবিস্বাস্য হলেও কাগজে-কলমে সত্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জন্মসূত্রে পাবনা জেলার নাগরিক। এমনই একটি ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন পরিষদ থেকে তার নামে ইস্যু করা ভুয়া জন্ম নিবন্ধন সনদ থেকে এ তথ্য জানা গেছে। পরিষদের কম্পিউটার অপারেটর নিলয় হোসেন টাকার বিনিময়ে এ অপকর্ম করেছেন। ইউনিয়ন পরিষদের দেয়া জন্ম নিবন্ধন সনদে দেখা গেছে, নাম জাস্টিন ট্রুডো, পিতা পিয়েরে ট্রুডো, মাতা মার্গারেট ট্রুডো।
জাস্টিন ট্রুডো কানাডার বর্তমান প্রধানমন্ত্রী। এই আলোচিত প্রধানমন্ত্রীকে জন্মসূত্রে জন্ম নিবন্ধন সনদ দেওয়া হয়েছে পাবনার আহম্মদপুর ইউনিয়ন পরিষদ থেকে।
স্থানীয়রা জানান, গত বছরের শেষের দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া মারা যান। এরপর থেকে এক মেম্বার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকলেও মুলত দায়িত্ব পালন করেন ইউনিয়ন পরিষদের সচিব আওলাদ হাসান। তার ছত্রছায়ায় পরিষদের কম্পিউটার অপারেটর নিলয় হোসেন টাকার বিনিময়ে যার-তার নামে জন্ম নিবন্ধন দিতেন।
এ বিষয়ে কম্পিউটার অপারেটর নিলয় হোসেনকে পরিষদে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ থাকায় মন্তব্য পাওয়া যায়নি।
তবে ইউনিয়ন পরিষদ সচিব আওলাদ হাসান বলেন, ‘সার্ভারের ইউজার নেম ও পাসওয়ার্ড আমার কাছে থাকলেও নিলয় হয়ত কোনো সময়ে জেনে গেছেন। আমার অগোচরে তিনি ওটিপি কোড নিয়ে এসব অনিয়ম করেছেন। আমি এসব ঘটনার কিছুই জানি না।’
বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার।
তিনি বলেন, ‘আমি বিষয়টি বলতে পারছি না, এটা হয়ত কেউ হ্যাক করে করতে পারে। এখন বিষয়টি তদন্তধীন আছে। তদন্ত করে আসল বিষয়টি বোঝা যাবে।’
এ বিষয়ে জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘ঘটনাটি জানার পর বৃহস্পতিবার এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমানকে ঘটনা তদন্ত করে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তের পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’