সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জনতা ব্যাংকের তামাই শাখায় প্রায় সোয়া ৫ কোটি টাকা হিসাবে গড়মিলের ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ তিন জন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ মার্চ) দুপুরে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২৪ মার্চ) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, শাখার ব্যবস্থাপক আল আমিন শেখ (৪২), সহকারী শাখা ব্যবস্থাপক রেজাউল করিম (৩৪) ও কর্মকর্তা রাশেদুল হাসান (৩৪)।
জনতা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম জানান, জনতা ব্যাংক তামাই শাখায় ক্যাশ লেনদেনে সন্দেহ পরিলক্ষিত হলে রোববার (২৪ মার্চ) রাতে শাখায় উপস্থিত হয়ে অডিট শেষে দেখতে পান ক্যাশভোল্টে ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা গড়মিল রয়েছে। এ সময় শাখা ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক ও কর্মকর্তার কাছে জানতে চাইলে তারা সদুত্তর দিতে পারেননি। তাদের বিরুদ্ধে বেলকুচি থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে রাতে পুলিশ তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠান। যেহেতু বিষয়টি টাকা লেনদেনের সেই কারণে অভিযোগপত্র দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।