আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে কনটেইনার জাহাজের ধাক্কায় একটি সেতু সম্পূর্ণ ভেঙে নদীতে পড়ে গেছে। স্থানীয় সময় সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, সাত জন মানুষ এবং বেশ কয়েকটি যানবাহন নদীতে পড়ে গেছে।
অগ্নিনির্বাপন বিভাগ জানিয়েছে, একটি বড় জাহাজ ফ্রান্সিস স্কট কি সেতুর একটি কলামে আঘাত হানে। এ ঘটনার পর সেতুর একটি অংশ ভেঙে নদীতে পড়ে যায়। তাৎক্ষনিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।
বাল্টিমোর অগ্নিনির্বাপন বাহিনীর যোগাযোগ বিষয়ক পরিচালক কেভিন কার্টরাইট জানিয়েছেন, সেতুতে ‘একটি বড় জাহাজ’ আঘাত করা হরায় এটি প্যাটাপসকো নদীতে ভেঙে পড়ে।