1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
হেডলাইন :
চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা

হাতিয়ায় পুকুরে পাওয়া গেল ১০ কেজি রুপালি ইলিশ

  • আপডেট সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৫৬ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে পুকুরে ১০ কেজি রুপালি ইলিশ পাওয়া গেছে। প্রতিটি ইলিশের ওজন আধা কেজির উপরে। বুধবার (২৭ মার্চ) উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ‘যুগান্তর কিল্লা’ গুচ্ছ গ্রামের পুকুরে জালে মাছগুলো ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘যুগান্তর কিল্লা’ গুচ্ছ গ্রামের বিশাল পুকুর ৪০ পরিবার ব্যবহার করে। পুকুর লিজ নিয়েছেন স্থানীয় আবদুল মান্নান। পুকুরে তিনি সাত দিন ধরে সেচ দিয়ে পানি কমান। বুধবার (২৭ মার্চ) জেলেরা জাল ফেলেন পুকুরে। এ সময় অন্যান্য মাছের সঙ্গে রুপালি ইলিশগুলো ধরা পড়ে। পরে মাছগুলো ওজন করা হলে প্রায় ১০ কেজি হয়। বিগত বছরেও এই পুকুরে ইলিশ মাছ পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, ২০২২ সালে এই পুকুরে ৩৫টি ইলিশ মাছ পাওয়া যায়। পরে আবারও পাওয়া গেছে। এ বছর ১০ কেজি ইলিশ পাওয়া গেল। পুকুরে অনেকগুলো ইলিশ মাছ পাওয়া যাওয়ায় সেগুলো দেখতে মানুষ ভিড় করে।

পুকুরের লিজ গ্রহীতা আবদুল মান্নান বলেন, মাছগুলোর প্রতিটির ওজন ৫০০ থেকে ৬০০ গ্রামের মধ্যে। মেঘনা নদীর জোয়ার আসলে পুকুরে পানি ঢুকে যায়।

নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, নিঝুম দ্বীপ ইউনিয়নের চারপাশ মেঘনা নদী। প্রতি বছর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আসলে নিঝুমদ্বীপের প্রায় সবগুলো পুকুর তলিয়ে যায়। এর মধ্যে যুগান্তর কিল্লা পুকুরটিও ছিল। মূলত জোয়ারের পানি প্রবেশ করায় তখন ইলিশ পুকুরে এসেছে। পানি বের হতে না পারায় মাছগুলো নিজেদের খাপ খাইয়ে নিয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নিঝুমদ্বীপ নিম্নাঞ্চল। তাই সহজে জোয়ারে প্লাবিত হয়। ঝড় ও জলোচ্ছ্বাসের সময় জোয়ারের পানি প্রবেশের সময় ইলিশগুলো পুকুরে ঢুকে গেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ