1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় চার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০

  • আপডেট সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১১৮ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ব শত্রুতার জেরে চার গোষ্টীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৫০ জন আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ৫জনকে আটক করেছে।

বুধবার (৩ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে সংঘর্ষ হয়।

বিজয়নগর থানার ওসি (তদন্ত) হাসান জামিল খান বলেন, বুল্লা গ্রামের চারজন সর্দারের গোষ্টীর মধ্যে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ হয়েছে। কী নিয়ে মূল সংঘর্ষ কেউ তা বলছেন না। সংঘর্ষে ৫০ জনের মতো আহত হয়েছেন। পাঁচ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পরবর্তী সংঘর্ষে এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ