1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ০১ মার্চ ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে স্বামী-স্ত্রীর নিহত

  • আপডেট সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৮৪ বার দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী সড়কের লক্ষীকুড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রৌমারি এলাকার আলীর ছেলে সাইদুর রহমান (২৮) ও তার স্ত্রী সোনিয়া আক্তার (২২)। হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঈদের ছুটিতে স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে ঈশ্বরগঞ্জ থেকে নিজ বাড়ি রৌমারিতে ফিরছিলেন। হালুয়াঘাট সীমান্তবর্তী সড়কের লক্ষীকুড়া বাজার এলাকায় পৌঁছালে বিদ্যুতের খুঁটির সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাইদুর রহমান মারা যান। স্থানীয়রা আহতাবস্থায় সোনিয়াকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ