1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

শাহজাদপুরে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী হাসান মাহমুদকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে বুথে থাকা টাকা নিতে না পেরে দুর্বৃত্তের দল পালিয়ে যায়।

বুধবার (১০ এপ্রিল) বিকেলে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, বুধবার ভোর ৫টার দিকে শাহজাদপুর মাইশা চৌধুরী টাওয়ারের নিচতলায় অবস্থিত বুথে এ ঘটনা ঘটে। আমরা সিসিটিভির সহযোগিতায় দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি।

পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা ওই বুথ লুটপাট করতে এসেছিল। তবে নিরাপত্তাপ্রহরী হাসানের বাধায় তারা তাকে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এর পেছনে কারা কারা জড়িত সে বিষয়ে পুলিশের সঙ্গে সরকারের গোয়েন্দা সংস্থাগুলোও মাঠে নেমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ