1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের আগের দিন জমি নিয়ে বিরোধে সংঘর্ষ

  • আপডেট সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৮৬ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা হয়েছে।

ঈদুল ফিতরের আগের দিন বুধবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রাকিব হোসেন (৩৫), শারমিন আক্তার (২৫), রেহেনা বেগম (৪৫), মনা বেগম (৮৫) আবদুল বাছির (৯০) ও হিরামণি (১৭)

আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইউসুফ গাজী বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ৬ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে জানতে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুলের মুঠোফোন নম্বরে কল দিলে তিনি বলেন, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ