1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন

পুঁজিবাজারে হঠাৎ করে দুর্বল কোম্পানি সবল হয়ে উঠেছে

  • আপডেট সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৩১৪ বার দেখা হয়েছে
A-DSE-1-5-600x337

বিগত সপ্তাহজুড়ে পুঁজিবাজারে দাম বৃদ্ধির ক্ষেত্রে দাপট দেখিয়েছে বীমা খাতের দুর্বল কোম্পানি এবং ‘জেড’ গ্রুপের কিছু প্রতিষ্ঠান। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষ পাঁচটি স্থানই বীমা ও জেড গ্রুপের কোম্পানির দখলে ছিল।

ডিএসইর তথ্যমতে জানা গেছে, কোম্পানিটির মোট শেয়ারের ২০ দশমিক ৬৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৫২ দশমিক ৩৪ শতাংশ। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিকি শূন্য ১ শতাংশ শেয়ার আছে।

সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে ছিল পিপল ইন্স্যুরেন্স। ফলে সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার দামে বড় উত্থান হয়েছে। এর মাধ্যমে ডিএসইতে দাম বৃদ্ধির তালিকার শীর্ষে ছিল প্রতিষ্ঠানটি। সপ্তাহজুড়ে কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ২০ লাখ ৮৬ হাজার টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ছয় কোটি পাঁচ লাখ ২১ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে বিগত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩৯ দশমিক ৭১ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে আট টাকা ৩০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৯ টাকা ২০ পয়সা, যা তার আগের সপ্তাহের শেষ কর্যাদিবসে ছিল ২০ টাকা ৯০ পয়সা।

হঠাৎ শেয়ারের এমন দাম বাড়লেও কোম্পানিটির সর্বশেষ ঘোষণা করা লভ্যাংশের চিত্র খুব একটা ভালো না। যে কারণে মধ্যম সারির দুর্বল কোম্পানি বা ‘বি’ গ্রুপে স্থান করে নিয়েছে প্রতিষ্ঠানটি। ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৮ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। অবশ্য তার আগে ২০১৭ সালে ১০ শতাংশ ২০১৬ সালে ১২ শতাংশ এবং ২০১৫ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।

বিগত সপ্তাহে দাম বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে ছিল দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে না পারা কোম্পানি শ্যামপুর সুগার মিল। বছরের পর বছর লোকসানে নিমজ্জিত কোম্পানিটি সর্বশেষ কবে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছে সে সংক্রান্ত কোনো তথ্য ডিএসইর ওয়েবসাইটে পাওয়া যায়নি। লভ্যাংশ না দেয়ার কারণে কোম্পানিটির স্থান হয়েছে জেড গ্রুপে। অথচ এই কোম্পানিটির শেয়ার দাম গত সপ্তাহজুড়ে বেড়েছে ৩৫ দশমিক ৪৮ শতাংশ। এই কোম্পানিটি ডিএসইর ডিলিস্টিং তালিকায়ও রয়েছে।

শেয়ার দর বৃদ্ধির শীর্ষ তালিকায় পরের স্থানে রয়েছে বছরের পর বছর ধরে লোকসানে নিমজ্জিত কোম্পানি জিল বাংলা সুগার মিল। দীর্ঘ দিন লোকসানে নিমজ্জিত এ কেম্পানিটিও সর্বশেষ কবে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিয়েছে তার কোনো তথ্য ডিএসইর ওয়েবসাইটেও নেই। এমন কোম্পানির শেয়ার দাম গত সপ্তাহজুড়ে বেড়েছে ৩৩ দশমিক ৮২ শতাংশ।এই কোম্পানিটিও ডিএসইর ডিলিস্টিং তালিকায় রয়েছে।

দাম বাড়ার দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে নিটল ইন্স্যুরেন্স। নিয়মিত শেয়ারহোল্ডারদের ভালো লভ্যাংশ দেয়া কোম্পানির মধ্যে এটিরই শেয়ার দাম গত সপ্তাহজুড়ে বেড়েছে ৩০ দশমিক ৯১ শতাংশ। তবে পরের স্থানটিতে রয়েছে আর এক পঁচা কোম্পানি মেঘনা পেট। গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩০ দশমিক ৬১ শতাংশ। বছরের পর বছর ধরে লোকসানে নিমজ্জিত এ কোম্পানিটিও সর্বশেষ কবে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিয়েছে তার কোনো তথ্য ডিএসইর ওয়েবসাইটে পাওয়া যায়নি।

এছাড়া দাম বৃদ্ধির শীর্ষ দশে থাকা কোম্পানিগুলোর মধ্যে- ‘বি’ গ্রুপের অ্যাকটিভ ফাইনের ২৯ দশমিক ২৯ শতাংশ, ‘এ’ গ্রুপের সিলকো ফার্মাসিউটিক্যালের ২৬ দশমিক ৩৪ শতাংশ, ‘বি’ গ্রুপের ফ্যাস ফাইন্যান্সের ২৫ শতাংশ, ‘জেড’ গ্রুপের মেঘনা কনডেন্সড মিল্কের ২৪ দশমিক ৫৬ শতাংশ এবং সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ডের ২৩ দশমিক ১৯ শতাংশ দাম বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ