1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন
হেডলাইন :
চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা

বিশ্বকাপ নিয়ে প্রত্যাশা করার দরকার নেই: শান্ত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৬৫ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপের আগে বাংলাদেশ যখন স্বপ্নে বিভোর, তখন ঘুম থেকে ওঠার কথা বলে স্বপ্নে জল ঢেলে দিয়েছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দেড় মাস আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঠিক একই পথে হাঁটলেন। রাখঢাক না রেখে সোজা বলে দিয়েছেন, বিশ্বকাপ নিয়ে প্রত্যাশা করার দরকার নেই!

‘প্রতি বছর আমি দেখি বিশ্বকাপের আগে অনেক কথা হয়। প্রত্যাশা এমন থাকে, এটা করবো সেটা করবো, অনেক কথা বার্তা হয়। আমার একটা অনুরোধ থাকবে, আপনাদের কাছে যে প্রত্যাশাটা খুব একটা করার দরকার নেই। প্রত্যাশাটা সবার মনের ভেতর থাক।’

মঙ্গলবার (১৬ এপ্রিল) একটি অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে এভাবে মন্তব্য করেছেন শান্ত। তিনি চান প্রত্যাশাটা তাদের নিজেদের ভেতর রাখতে।

‘আপনিও জানেন বাংলাদেশ টিম কী চায়, আমরা প্লেয়াররাও জানি টিমকে কতদূর নিয়ে যেতে চাই। সবাই চায় আমরা অনেক বড় কিছু করি, এটা নিয়ে যখন খুব বেশি মাতামাতি হয় আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না, কারণ আসলে দরকার নাই। রেজাল্ট যখন হবে তখন বুঝা যাবে।’-আরও যোগ করেন শান্ত।

জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২২ সালে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাসে সেরা সাফল্য এসেছে। এর আগে সাত আসরে মূলপর্বে সর্বোচ্চ জয় ছিল একটি, গতবার সুপার টুয়েলভে চার ম্যাচে দুটিতেই জয় পেয়েছে লাল সবুজের দল। ভারতের বিপক্ষে দারুণ শুরুর পর বৃষ্টি আইনে হারে ৫ রানে।

সব মিলিয়ে সেবার খুব একটা প্রত্যাশা না থাকলেও সবচেয়ে বেশি জয় এসেছে। এবারও প্রত্যাশা না করে নিজেদের সেরা খেলাটা মাঠে প্রয়োগ করতে চায় শান্তর দল। সতীর্থদের প্রতি তার রয়েছে অগাধ বিশ্বাসও। কিন্তু আগে থেকে কোনোভাবে বড় কিছু করতে হবে এমন ভাবনা মাথায় গাঁথতে চান বাংলাদেশ অধিনায়ক।

‘আমি একটা জিনিস বলতে পারি, যে দলটা খেলবে ১০০/১২০ ভাগ দেবে প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য। এই নিশ্চয়তা আমি দিতে পারি। প্রতেক ম্যাচ জেতার জন্যই খেলবো। প্রত্যেকটা ম্যাচ আমরা যখন খেলি অনেক আশা নিয়েই খেলি এবং আমরা যেটা পারি ওই জিনিষটা করার চেষ্টা করি।’

শান্ত আরও বলেন, ‘কিন্তু আগে থেকেই অনেক আশা করতেছি, এবার একটু বেশি প্রত্যাশা করতেছি, এই বিষয়গুলো নিয়ে একটা অনুরোধ থাকবে আমরা যাতে মাতামাতি না করি।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ