1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

গড়াই ন‌দে ডু‌বে ২ শিশুর মৃত‌্যু

  • আপডেট সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৮৮ বার দেখা হয়েছে

কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদে গোসল কর‌তে গি‌য়ে পানিতে ডুবে মোছা: শেফা (১৩) ও শাহাজাদা (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বেলা ১২টায় উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত মোছা: শেফা উপ‌জেলার শেরকা‌ন্দি এলাকার শা‌মী‌ম ইসলা‌মের মে‌য়ে ও শাহজাদা ওই উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকার আলমগীর হো‌সে‌নের ছেলে। তারা সম্প‌র্কে মামা‌তে-ফুফা‌তে ভাই বোন।

স্থানীয় ও পা‌রিবা‌রিক সূত্রে জানা গে‌ছে, ঈদের প‌রের দিন জয়নাবাদ এলাকায় নানা বা‌ড়ি‌তে বেড়া‌তে আসে শেফা। বুধবার সকা‌লে শেফার মা তা‌কে নি‌তে আস‌লে সে আরও ক‌য়েক‌দিন থাক‌বে বলে নানা বা‌ড়ি‌তেই থে‌কে যায়। বেলা ১২টার দি‌কে মামা‌ত ভাই শাহাজাদা‌সহ পাঁচ জন বা‌ড়ির পা‌শের গড়াই ন‌দে গোসল কর‌তে যায়।

এ সময় পাড় থে‌কে ন‌দের ডে‌জিংকৃত গভীরস্থা‌নে পাঁচ জন একসঙ্গে লাফ দেই। অন‌্যরা ভে‌সে থাক‌লেও সাঁতার না জানায় শেফ‌া ও শাহাজাদা দুই জ‌নে পা‌নি‌তে ত‌লি‌য়ে যায়। এ সময় স্থানীয়রা দুই জন‌কে উদ্ধার ক‌রে কু‌ষ্টিয়া ২৫০ শয‌্যা বি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক তা‌দের মৃত ঘোষণা ক‌রেন।

চাপড়া ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু বলেন, মে‌য়ে‌টি নানা বা‌ড়ি‌তে বেড়া‌তে এসে‌ছিল। দু্ই ভাই বো‌নের মৃত‌্যুর ঘটনায় এলাকায় শো‌কের ছায়া নে‌মে এসে‌ছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, মরদেহ কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লের র‌য়ে‌ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ