1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
হেডলাইন :
চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা

মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৫৭ বার দেখা হয়েছে
dhorshon-

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলায় কলেজছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কলেজছাত্রীর পরিবার মামলা করেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

কালকিনি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ফয়সাল বলেন, কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আদালতে মামলা হয়েছে। পরে ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ সাহেবরামপুর গ্রামের শাহাবুল বেপারীর ছেলে নাজমুছ সাকিবের সঙ্গে একই এলাকার ওই কলেজছাত্রীর দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সুত্র ধরে শুক্রবার (১২ এপ্রিল) রাতে ওই কলেজছাত্রীকে তার বসতঘরে একা পেয়ে নাজমুছ সাকিব ধর্ষণ করেন। পরে এ ঘটনা জানতে পেরে স্থানীয় সালিশে নাজমুছ সাকিবকে জিজ্ঞেস করা হলে তিনি ওই কলেজছাত্রীকে বিয়ে করবেন বলে আশ্বাস দেন। কিন্তু ঘটনার বেশ কয়েক দিন পার হলেও বিয়ে না করে সাকিব এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে উপায়ান্ত না পেয়ে ওই কলেজছাত্রীর মা বাদী হয়ে নাজমুছ সাকিবসহ তার পরিবারের তিনজনকে আসামি করে আদালতে ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠায়।

মামলার বাদী ওই কলেজছাত্রীর মা বলেন, ‘আমার মেয়েকে বিয়ের প্রলোভন দিয়ে নাজমুছ সাকিব ধর্ষণ করেছেন। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্ত সাকিবের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের এলাকায় পাওয়া যায়নি।

পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ফয়সাল জানান, আসামিকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ