1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
হেডলাইন :
চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা

প্রচণ্ড গরমে নোয়াখালীর দুই স্কুলে ১৮ শিক্ষার্থী অসুস্থ

  • আপডেট সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৫৭ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া ও বেগমগঞ্জ উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রচণ্ড গরমের কারণে ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠিয়ে দেন শিক্ষকরা। রোববার (২৮ এপ্রিল) সকাল সোয়া ১০টা থেকে ১১টার টার মধ্যে হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাষ্ট হাই স্কুল এবং বেগমগঞ্জের আমান উল্যাপুরের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদরাসায় ঘটনাটি ঘটে।

হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুলের সিনিয়র শিক্ষিকা ফাতেমা ইসরাত বলেন, আজ রোববার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠদান কার্যক্রম শুরু হয়। এসময় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে অসুস্থতা লক্ষ্য করা যায়। এক পর্যায়ে ষষ্ঠ শ্রেণির ১১ জন, অষ্টম শ্রেণির ২ জন, নবম শ্রেণির ২ জন ও দশম শ্রেণির ২জন শিক্ষার্থীসহ মোট ১৭ জন গরমে অসুস্থ হয়ে পড়েন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কারো পেট ব্যথা, কারো মাথাব্যথা এবং কারো চোখ ব্যথা লক্ষ্য করা যায়। এসময় একজন শিক্ষার্থী বমিও করেন। শিক্ষার্থীদের এমন অবস্থা দেখে তাৎক্ষণিক শ্রেণি শিক্ষক বিষয়টি জানান। পরে স্থানীয় পল্লী চিকিৎসককে ডেকে এনে অসুস্থ সব শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাষ্ট হাইস্কুলের ঘরটি টিনের হওয়ার কারণে বিদ্যালয়ে আসার পর শিক্ষার্থীরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমে হাঁসফাঁস করতে থাকেন। তারা এরই মধ্যে গরমের কারণে সৃষ্ট সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিষ চাকমা জানান, বিষয়টি আমি শুনেছি। অনেকদিন পর আজ স্কুল খুলেছে। সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

অপরদিকে, বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাপুরের ইসলামিয়া ফাজিল মাদরাসায় সকাল ১০টার দিকে আফিফা নামে এক ছাত্রী হঠাৎ অচেতন হয়ে যান। মাথায় পানি ঢালার পর তার জ্ঞান ফিরলে শিক্ষকরা বাবাকে ডেকে এনে ওই শিক্ষার্থীকে বাড়িতে পাঠিয়ে দেন। আফিফা ওই মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী।

মাদরাসার সহকারী অধ্যাপক জামাল উদ্দিন বলেন, আফিফা হঠাৎ অচেতন হয়ে পড়েছিল। মাথায় পানি ঢালার পর সে সুস্থ হয়ে ওঠে। তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আফিফা ছাড়াও আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ বোধ করেছিলো। আমরা তাদেরও ছুটি দিয়ে দিয়েছি।

জেলা শিক্ষা কর্মকর্তা নুরুদ্দিন জাহাঙ্গীর জানান, গরমের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার বিষয়টি তিনি জেনেছেন। এবিষয়ে সব স্কুলের শিক্ষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ