1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৭৪ বার দেখা হয়েছে

বাগেরহাট প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন মালামাল নিয়ে বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরে এসেছে পানামার পতাকাবাহী জাহাজ ‘এমভি কেএস এআইএম’। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি।

এর আগে, গত ২৮ মার্চ রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে ৯০৪ প্যাকেজের ২ হাজার ৬০৩ টন মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি। জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইনস খুলনার ব্যবস্থাপক সাধন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

সাধন কুমার চক্রবর্তী বলেন, এই জাহাজে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ৯০৪ প্যাকেজের ২৬০৩ মেট্রিক টন পণ্য রয়েছে। কাস্টম ক্লিয়ারিংসহ সব নিয়মকানুন শেষে মালামাল খালাস শুরু হয়েছে। খালাসকৃত মালামাল সড়ক পথে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ