1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা

  • আপডেট সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ৯৬ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : ইকুয়েডরের মডেল ল্যান্ডি পারাগা গোবুরোকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ২৮ এপ্রিল ইকুয়েডরের কুইভেডোরের একটি রেস্তোরাঁয় গুলি করে হত্যা করা হয় তাকে। তার বয়স হয়েছিল ২৩ বছর। ডেইল মেইল এ খবর প্রকাশ করেছে।

এ হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। তাতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে দাঁড়িয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন ল্যান্ডি। এসময় মাস্ক পরা দু’জন বন্দুকধারী ভেতরে প্রবেশ করে ল্যান্ডিকে খুব কাছ থেকে গুলি করে দ্রুত ওই স্থান করে।

ধারণা করা হচ্ছে, কুখ্যাত এক গ্যাংস্টার দলের সঙ্গে গোপন যোগাযোগের কারণে খুন হয়েছেন ল্যান্ডি। এ ঘটনার কারণ ও হত্যাকারীদের খুঁজতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তবে এখনো কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

২০২২ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইকুয়েডর’-এ অংশ নেন ল্যান্ডি। সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ লাখের বেশি অনুসারী রয়েছে তার। মডেলিং ছাড়াও একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন ল্যান্ডি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ