1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

চীনে মহাসড়কে ধস, নিহত ২৪

  • আপডেট সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ৭৮ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে একটি মহাসড়কের অংশ ধসে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। বুধবার দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।

সিসিটিভি জানিয়েছে, মেইঝো শহর ও গুয়াংডং প্রদেশের ডাবু কাউন্টির মধ্যে প্রসারিত সড়কটির একটি অংশ মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটের দিকে ধসে যায়। এ ঘটনায় ওই সড়কের ভাঙ্গা অংশে ২০টি যানবাহন পড়ে যায়।

সিসিটিভি প্রাথমিকভাবে ২০ জন নিহতের খবর জানিয়েছিল। পরে স্থানীয় কর্তৃপক্ষ ২৪ জন নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন।

কী কারণে মহাসড়কের ওই অংশ ধসে পড়েছে তা এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ ঘটনাস্থলে ৫০০ জরুরি সেবা কর্মীকে পাঠিয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ