1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
হেডলাইন :
চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা

‘স্বপ্ন’কে দায়ী করে তরুণীর আত্মহত্যা

  • আপডেট সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ৬৮ বার দেখা হয়েছে

রাজবাড়ী প্রতিনিধি : বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে কোথাও প্রত্যাশামতো ভর্তি হতে না পেরে অভিমানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। রাত সোয়া ৮টার দিকে রাজবাড়ীর সোনাকান্দর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত ওই তরুণীর নাম পিউ কর্মকার (১৮)। বাড়ি রাজবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের বিনোদপুর এলাকায়। তিনি রাজবাড়ী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

জানা যায়, মঙ্গলবার বিকেলে বের হয়ে সন্ধ্যার পরেও বাড়ি ফেরেননি পিউ। পরে তার ফেসবুক পোস্ট দেখে স্বজনেরা শহরের গোদার বাজার ও সোনাকান্দর এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত সোয়া ৮টার দিকে সোনাকান্দর ঘাট এলাকা থেকে পিউকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই তরুণী মারা গেছেন।

পদ্মায় ঝাঁপ দেয়ার আগে পিউ তার ফেসবুকে লিখেন, ‘মা-বাবার অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে, কিন্তু আমি কিছুই দিতে পারিনি। আমার অনেক ইচ্ছে ছিল, পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার। আমার এবং দাদুর ইচ্ছে ছিল, আমি বড় হয়ে ডাক্তার হবো। এর জন্য আমি অনেক চেষ্টাও করেছি, দিনরাত পড়াশোনা করেছি। কিন্তু আমার ভাগ্য খারাপ। গুচ্ছ পরীক্ষা আমার শেষ ভরসা ছিল, এখানেও আমি ভুল করে এসেছি।’

তিনি আরও লিখেন, ‘সারাদিন ঘরের মধ্যে একা একা থাকি, মানুষের কত ফ্রেন্ড কিন্তু আমার পাশে কাউকে পাইনি, আমাকে একটু সাপোর্ট করেনি কেউ। হয়তো আমাকে সাপোর্ট করার মতো কেউ থাকলে আজ এই মৃত্যুটা হতো না। আমার মৃত্যুর জন্য আমার বড় বড় স্বপ্নগুলোই দায়ী।’

পিউ তার পোস্টের লাস্টে লিখেন, ‘আমাকে শেষবারের মতো দেখতে চাইলে নদীর জলেই খুঁজো। আমাকে মাফ করে দিয়ো সবাই, আমি এর এই জীবনটা নিতে পারছি না।’

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ায় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারেন।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ