নিজস্ব প্রতিবেদক : মার্কিন ডলারের দাম ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিন ডলারের দাম ১১০ টাকা ছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্তের কারণে ডলারের দাম বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
বুধবার (৮ মে) ডলারের দাম বাড়িয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে ‘ক্রলিং পেগ’ নামে নতুন পদ্ধতিতে ডলার কেনা-বেচা হবে। এ পদ্ধতিতে আজ ডলারের রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা।
গত বছরের সেপ্টেম্বর থেকে বুধবার (৮ মে) পর্যন্ত ডলারের দাম ছিল ১১০ টাকা। ডলারের এই রেট অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশ (এবিবি) এবং বাফেদা নির্ধারণ করেছিল।