1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন

মুন্সীগঞ্জে কারখানার নিরাপত্তা কর্মীকে হত্যা: আটক ৩

  • আপডেট সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৪৯ বার দেখা হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি স্টিল অ্যান্ড রি-রোলিং কারখানার নিরাপত্তারক্ষী আব্দুল কুদ্দুসকে (৫৫) গলা কেটে হত্যার ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ মে) বিকেলে সংবাদ সম্মেলন করে এতথ্য জানান মুন্সীগঞ্জের শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার।

আটককৃতরা হলেন- ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের তেঘুরিয়া এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম লিটন (৪০), একই এলাকার রতন হোসেন (৩৪) এবং মাদারীপুরের শিবচরের মাদবরবাড়ি এলাকার জাবেদ হোসেন (৪৩)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার বলেন, শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরদিয়া এলাকার ওই কারখানার মালিক মো. মাহাথির উদ্দিনের কাছে শহিদুল ইসলাম টাকা পেতেন। পাওনা টাকা চেয়ে শহিদুল মিলটির মালিককে তাগাদা দিয়ে আসছিলেন। মিলের মালিক টাকা দিতে দেরি করায় ক্ষিপ্ত হন শহিদুল। গত বৃহস্পতিবার শহিদুল তার দুই সহযোগী রতন হোসেন ও জাবেদ হোসেনকে নিয়ে কারখানাটিতে প্রবেশ করেন। রাতে তারা চেয়ারের সঙ্গে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেন কারখানার নিরাপত্তারক্ষী কুদ্দুসকে।

তিনি আরও বলেন, ঘটনার আলামত এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা শহিদুলের বিষয়টি জানতে পারি। গতকাল শুক্রবার রাতে শ্রীনগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে মাদারীপুর ও মাগুরা জেলার বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। আজ শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে শহিদুল ইসলাম, রতন হোসেন ও জাবেদ হোসেনকে আটক করা হয়। তারা হত্যার ঘটনাটি আমাদের জানায়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল তায়েবীর বলেন, আটককৃতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ