1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

রাফাহ’র অন্যান্য এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের

  • আপডেট সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১১৮ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ এর অন্যান্য এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। সামরিক বাহিনী পুরো রাফাহতে স্থল আক্রমণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছে তারা। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের একজন সামরিক মুখপাত্র উত্তর গাজার জাবালিয়া এলাকার বাসিন্দা, বাস্তুচ্যুত লোকদের রাফাহ-এর আশেপাশের ১১টি এলাকার বাসিন্দাদের অবিলম্বে গাজা শহরের পশ্চিমে আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা-এর মতে, মধ্য গাজার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় শুক্রবার রাতে ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ও শঙ্কা প্রকাশ করা সত্ত্বেও ইসরায়েল জানিয়েছে, তারা রাফাহতে পূর্ণ মাত্রায় অভিযান চালাবে। যুক্তরাষ্ট্র অস্ত্র না দিলে বা পাশে না থাকলে তারা নিজেরাই এই অভিযান চালাবে। হামাসকে সম্পূর্ণভাবে পরাজিত না করা পর্যন্ত তারা থামবে না।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, রাফাহ থেকে এ পর্যন্ত প্রায় তিন লাখ বাসিন্দা আল-মাওয়াসির দিকে চলে গেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ