1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

পারমাণবিক বোমা তৈরির হুঁশিয়ারি দিলো ইরান

  • আপডেট সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৩১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা জানিয়েছেন, ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে তেহরানের পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া উপায় থাকবে না। রোববার উপদেষ্টা কামাল খারাজি এ কথা বলেছেন।

ইরানের পারমাণবিক মতবাদে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে কামাল বলেন, ‘আমাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে, আমাদের সামরিক মতবাদ পরিবর্তন করা ছাড়া কোনো বিকল্প থাকবে না।’

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে বোমা হামলার প্রতিক্রিয়ায় এপ্রিলের শুরুতে ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এ ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

২০১৯ সালে আয়াতুল্লাহ খামেনি পরমাণু অস্ত্র তৈরির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কিন্তু ২০২১ সালে ইরানের তৎকালীন গোয়েন্দামন্ত্রী বলেছিলেন, ‘পশ্চিমের দেশগুলো ইরানকে পরমাণু অস্ত্র তৈরির দিকে ঠেলে দিচ্ছে।’

এরপর থেকেই ইরানের পারমানবিক বোমা তৈরির ব্যাপার নিয়ে আশঙ্কা প্রকাশ করছে পশ্চিমারা। উপদেষ্টা কামালের দাবি নতুন করে সেই জল্পনা উস্কে দিয়েছে।

কামাল বলেন, ‘ইহুদিবাদী শাসক (ইসরায়েল) আমাদের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ চালালে আমাদের প্রতিরোধ ক্ষমতা পরিবর্তিত হবে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ