সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ভারত সীমান্তবর্তী গ্রাম মাহমুদপুর থেকে দুটি বিদেশি পিস্তল ও দুটি দেশীয় ওয়ান শ্যুটারগান বন্দুক উদ্ধার করেছে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। এ সময় সেখান থেকে ২৯ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিনও উদ্ধার করা হয়।
সোমবার (১৩ মে) ভোর রাতে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের বাগানের মধ্যে শপিং ব্যাগে রাখা অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় র্যাব সদস্যরা কোনো চোরাকারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।
র্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি নাজমুল হক জানান, র্যাব সদস্যরা আলীপুর এলাকায় টহল করছিলেন। এ সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ওই ইউনিয়নের সীমান্ত গ্রাম মাহমুদের এক তলার পাকা বসতঘরের পাশে বাগানের ভিতর পরিত্যক্ত অবস্থায় সন্দেহজনক বস্তু পড়ে রয়েছে। ওই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শপিং ব্যাগের মধ্যে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ম্যাগজিন সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।