1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন

গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৯৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আততায়ীর হামলার শিকার হয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। বুধবার রাজধানী ব্রাতিশ্লোভার ১০০ মাইল উত্তর-পূর্বে হ্যান্ডলোভা শহরে ‘হাউস অফ কালচার’ ভবনে তাকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ী।

স্লোভাকিয়ার টিভি চ্যানেল টিএ-৩ জানিয়েছে, প্রধানমন্ত্রী ফিকোর দেহে চারটি গুলি লেগেছে। একটি গুলি সরাসরি আঘাত হেনেছে তার পাকস্থলিতে। সঙ্কটজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ‘সন্দেহভাজন আততায়ী’কে গ্রেপ্তার করেছে

ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন সাংবাদিক জানিয়েছেন, রবার্ট ফিকোকে বেশ কয়েকটি গুলি করা হয়েছে।

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, গুলির পর সেন্টারের বাইরে বেশ কিছু মানুষ হামলাকারীকে ধরতে

দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জুজানা ক্যাপুতোভা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ওপর ‘নৃশংস ও নির্মম’ হামলার ঘটনায় তিনি হতবাক।

গত সেপ্টেম্বরে ক্ষমতায় আসেন ফিকো। এর আগে তিনি দুই দফায় প্রধানমন্ত্রী ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ