জ্যেষ্ঠ প্রতিবেদক : রপ্তানি আয় নগদায়নের নিয়ম শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে যেদিন রপ্তানি আয় নগদায়ন করা হবে, সেদিনের ডলারের বিনিময় দর অনুসারে টাকা পাবেন রপ্তানিকারকরা। নিয়ম শিথিল করায় রপ্তানিকারকরা ডলার বিনিময়ে প্রকৃত সুবিধা পাবেন।
সোমবার (২০ মে) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারের মাধ্যমে রপ্তানি আয়ের নগদায়নের নিয়ম শিথিল করেছে।
জানা গেছে, ‘ক্রলিং পেগ’ পদ্ধতি বাস্তবায়ন করতে গিয়ে ডলারের দাম একদিনে ৭ টাকা বাড়িয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। দাম বাড়ানোর নির্দেশনার পরেই ডলারের বিনিময় হার কম পাচ্ছিলেন রপ্তানিকারকরা। বিষয়টি কাটিয়ে উঠতেই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, রপ্তানি শিপমেন্ট হওয়ার ১২০ দিনের মধ্যে রপ্তানি আয় দেশে নিয়ে আসার বাধ্যবাধকতা আছে। তবে এসব আয়ের একটা অংশ সময়মতো দেশে আসে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রপ্তানি আয় যেদিনই রপ্তানিকারকরা নগদায়ন করবেন, তারা ওই দিনের ডলারের দর পাবেন। ফলে আগে তারা ডলারের দর নিয়ে যে দ্বিধায় পড়তেন, সেটি দূর হলো। রপ্তানি আয় এখন নগদায়ন করলে প্রতি ডলারের বিপরীতে ১১৭ থেকে ১১৮ টাকা পাওয়া যাবে।