1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন
হেডলাইন :
ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা ইসলামী ব্যাংকের বঙ্গবাজার উপশাখা উদ্বোধন শাহ্জালাল ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা শুক্রবার শুরু রাজবাড়ীর কালুখালীতে এনআরবিসি ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধন নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক্সিম ব্যাংকের ১৫৫তম শাখা উদ্বোধন প্রিমিয়ার ব্যাংকের ঢাকা ইপিজেড শাখা এখন নতুন ঠিকানায় বিমানের ওয়েব টিকেটিংয়ে নতুন পেমেন্ট গেটওয়ে হিসেবে যুক্ত হলো ডাচ্-বাংলা ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বরিশাল অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল জনতা ব্যাংক

বাবা-মায়ের সামনে বজ্রপাতে সন্তানের মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৫৯ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি : বরগুনা সদরের শিপেরখাল গ্রামে বাবা-মায়ের সামনেই বজ্রপাতে মো. রিফাত (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) বিকেল ৪টার দিকে ঘটনাটি ঘটে। মারা যাওয়া রিফাত একই গ্রামের মাহাবুব হোসেনের ছেলে। সে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্বজনরা জানান, রিফাত বিকেলে বাড়ির সামনে পুকুর পাড়ে খেলা করছিল। কাছেই তার বাবা-মা উপস্থিত ছিলেন। তারা উঠান থেকে ধান ঘরে তুলছিলেন। এসময় বজ্রপাত হলে রিফাত অচেতন হয়। দ্রুত তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসারত অবস্থায় মারা যায় রিফাত।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকা বলেন, শিশুটিকে বাঁচাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু, বাঁচাতে পারিনি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, ঘটনাটি জানতে পেরে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ