আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামের হ্যানয়ের একটি ঘন বসতিপূর্ণ আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১৪ জন মারা গেছেন। শুক্রবার (২৪ মে) সকালে এই ঘটনা ঘটে। এছাড়া তিন জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী শহরের একটি ছোট গলির পাঁচতলা ভবনে আগুন লেগেছে। সেখান থেকে ৭ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
জননিরাপত্তা মন্ত্রণালয় আরও বলেছে, এই ঘটনায় কোনো অভিযুক্তকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
গত বছরের সেপ্টেম্বরে হ্যানয়ের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৫৬ জন মারা যায়।
সূত্র: রয়টার্স, সিনহুয়া