1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন
হেডলাইন :
ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা ইসলামী ব্যাংকের বঙ্গবাজার উপশাখা উদ্বোধন শাহ্জালাল ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা শুক্রবার শুরু রাজবাড়ীর কালুখালীতে এনআরবিসি ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধন নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক্সিম ব্যাংকের ১৫৫তম শাখা উদ্বোধন প্রিমিয়ার ব্যাংকের ঢাকা ইপিজেড শাখা এখন নতুন ঠিকানায় বিমানের ওয়েব টিকেটিংয়ে নতুন পেমেন্ট গেটওয়ে হিসেবে যুক্ত হলো ডাচ্-বাংলা ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বরিশাল অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল জনতা ব্যাংক

কাঁচামরিচ ২০০ টাকা কেজি

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সরবরাহ ও উৎপাদন কম থাকার অজুহাতে ডাবল সেঞ্চুরিতে পৌঁছেছে কাঁচা মরিচের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।

শুক্রবার (২৪ মে) রাজধানীর নিউমার্কেট, আজিমপুর ও ধানমন্ডিসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মুদি বাজারে পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। তবে কিছু কিছু কাঁচা সবজির দাম গত সপ্তাহের তুলনায় ৫ থেকে ১০ টাকা বেড়েছে।

আজ রাজধানীর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, কাঁচামরিচ ২০০ থেকে ২২০ টাকা, বেগুন প্রতি কেজি ৮০ টাকা, করলা ৬০ টাকা, পেঁপে ৮০ টাকা, কচুর লতি ৬০ টাকা, গাজর ১০০ টাকা, প্রতিটি পিস লাউ ৫০ ও বাঁধাকপি ৫০ টাকা ও ফুলকপি ৫০ টাকা, টমেটো ৭০, চিচিঙ্গা ৬০, শশা ৬০, বরবটি ৮০, ঢেড়শ ৪০, পটল ৬০, কুমড়া ৩০ টাকা, কাঁচা আম ৮০ টাকা, আলু ৫৫ টাকা, পেঁয়াজ ৭০ টাকা, আদা ২৪০, রসুন ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, চাষের পাঙাস কেজি ২০০ থেকে ২২০টাকা, তেলাপিয়া ২২০, মাঝারি সাইজের রুই ৩৫০, ছোট সাইজের ২০০ টাকা, কই ২৫০ টাকা, পাবদা মানভেদে ৪৫০ থেকে ৪০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, কাতলা মাছ ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

গরুর মাংসের কেজি ৮০০টাকা, খাসির মাংসের কেজি ১১০০টাকা, সোনালি মুরগির কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা। ফার্মের লাল ডিমের ডজন ১৫০ টাকা।

রাজধানীর নিউমার্কেটের বনলতা কাঁচাবাজারে সবজি ক্রয় করতে আসা বেসরকারি চাকরিজীবী মো. জামাল রাইজিংবিডিকে জানান, গত বছর কুরবানির আগে কাঁচামরিচের দাম ৬০০ হয়েছিলো। এবার সেই পালা দেখতেছি। আমি গত কয়েকদিন আগে ১২০ থেকে ১৩০ টাকায় কাঁচামরিচ নিয়েছিলাম। আজকে দেখি ২০০ থেকে ২২০ টাকা চাচ্ছে। আর অন্যান্য সবজির দামও বাড়তি। কি কারার আছে, এখন চাহিদা তুলনায় কম নিচ্ছি।

রাজধানীর জিগাতলার সালেক গার্ডেনের সবজি বিক্রেতা শাহজাহান মিয়া রাইজিংবিডিকে জানান, এ সপ্তাহের কাঁচামরিচের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা বাড়ছে। যার জন্য আমরাও কম আনছি। ক্রেতারাও কম নিচ্ছে। আগে যারা ৫০০ গ্রাম নিত এখন তারা ১০০ গ্রাম নিচ্ছে। আমাদের এখানে কোন হাত নেই। আমার যে দামে ক্রয় করি কিছু লাভ করে বিক্রি করি। তবে কাঁচামরিচের দাম আরও বাড়তে পারে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ